জ্যোতির্ময় মুখার্জি-এর কবিতা

দরজা

ঘরে ঢুকতে গেলেই চৌকাঠে মাথা ঠুকে যাবে ভেবে
মাথা’টা ঠিক সময়ে নামিয়ে নিই অভ্যাসের বশে

আমি বড়ো না দরজা’টা ছোট
এমন চুলচেরা হিসাবেও মাথা ঘামাইনি কখনও

শুধু জেনে নিয়েছি
ঘর আর বাইরের মাঝে একটা দরজা থাকে

চটি

চটিজোড়া খুলে রাখলেই আমার খালি মনেহয়
ও আমাকে না নিয়েই হাঁটতে হাঁটতে চলে যাবে
সাত সমুদ্র তেরো নদীর দেশে
ওখানে ব্যা ঙ্গমা আছে, ব্যা ঙ্গমি আছে
আছে কতো রাক্ষস খোক্ষস, আর পরি

আমাকে ফাঁকি দিয়েই
ঘুমন্ত রাজকুমারীর ঘুম ভাঙিয়ে দেবে

ছোটবেলায় আমি খুব চটি হারাতাম
কখনও এক পাটি পাওয়া যেত বাঁশবনে
আরেক পাটি পুকুর ঘাটে
কখনও’বা পাওয়াই যেত না
হয়তো ওরা তখন পক্ষীরাজ ঘোড়া হয়ে যেত

মা বলত, এতো চটি হারাস কেন ?
তোকে আর চটি পরতে হবে না, জুতো পরে থাক

মা তো জানত না, চটিদের’ও চুপিচুপি পা থাকে
শুধু আমার পা’দুটো ফিতে দিয়ে বে‍ঁধে বড়ো করে দিল


পরিচিতি : জন্ম – ২০ মার্চ, ১৯৮৫। কবি, গদ্যকার। ‘কবিতা পাক্ষিক’ পত্রিকার সম্পাদক মন্ডলীর সদস্য। প্রকাশিত কাব্যতগ্রন্থ – ‘হে বেওয়ারিশ’ (২০১৮), ‘অথচ প্রকাশ্য নয়’ (২০১৯)।

Facebook Comments

Leave a Reply