হাসান রোবায়েত-এর কবিতা
ফ্যানের গল্প
ভাতের কোরিওগ্রাফে কোনদিন আঁকা হবে না
ফ্যানের স্নান
চুয়ে পড়লেই একেকটা দুপুর
শেষবার শীত এলো বলে জানালাকে আগলে দেওয়া
পথের ফাঁকা চিহ্ন সমস্ত পায়ের দাগ
গাছগুলো হেঁটে হেঁটে পউষের জাল
দুই একটা রোদ লাগছে পাতায়
চটির উধাও থেকে হাত পাখা
ফিরে যায় ঝোলে
ফ্যানের গল্পকে দুপুর পড়াবে কেউ!
টিনের জাহাজ
কোনো বল নেই
কোনো মারাদোনা নেই
শিশুদের মন ভর্তি রোদ উড়ে গেছে আফিম ফুলের ক্ষেতে
নিপলে সমুদ্র এলে শ্রাবণ ও টিনের জাহাজ—

পরিচিতি : হাসান রোবায়েতের জন্ম ১৯শে আগস্ট ১৯৮৯, বগুড়া। প্রকাশিত বই — ‘ঘুমন্ত মার্কারি ফুলে’ (কবিতা), চৈতন্য, ২০১৬, ‘ঘুমন্ত মার্কারি ফুলে’ (ভারতীয়সংস্করণ, বৈভাষিক, ২০১৮), ‘মীন গন্ধের তারা’ (কবিতা, জেব্রা ক্রসিং, ২০১৮), ‘আনোখা নদী’ (কবিতা, তবুওপ্রয়াস, কলকাতা, ২০১৮), এমন ঘনঘোর ফ্যাসিবাদে (কবিতা, ঢাকা প্রকাশ, ২০১৮)।
Posted in: Poetry, September 2019