সম্পাদকীয়

Cover Aparjan September 2019

কবির প্রিয় কবিতা
যেখানে কবি নিজেই তাঁর এযাবতকালের সমস্ত লেখার মধ্যে থেকে নিজের প্রিয় কবিতাগুলি বাছবেন। মার্চের পর ‘কবির প্রিয় কবিতা’ আবার সেপ্টেম্বরে। এবার থাকছে এই দশকের একগুচ্ছ তরুণ কবির কবিতা,যাঁদের নির্বাচনও করলেন এ’সময়ের তরুণ কবিরাই। দুই বাংলার পঞ্চাশেরও বেশি কবির পছন্দের কবিতা নিয়ে শরতের প্রারম্ভে অপরজনের এই সেপ্টেম্বর সংখ্যা।
গল্প বিভাগেও এবার থাকল, প্রথম দশকের তরুণ এক গল্পকারের গল্প।

‘অপরজন’ পত্রিকার পাশাপাশি এই সংখ্যায় নির্বাচক হিসাবে ছিলেন অয়ন্ত ইমরুল, বিশ্বরূপ বিশ্বাস, রঙ্গন রায়, শঙ্খদীপ কর, শতানীক রায়, শাফিনূর শাফিন, সুমন সাধু, হাসনাত শোয়েব। প্রত্যেকের কাছে অনুরোধ ছিল, নিজের পছন্দের পাঁচজন কবিকে এই সংখ্যার জন্য নির্বাচন করার। এঁদের সকলের কাছে ‘অপরজন’ টিম কৃতজ্ঞ। 

আশা করি ভবিষ্যতেও আমরা এমনই আরও ‘ কবির প্রিয় কবিতা’ সিরিজ রাখতে পারব অপরজনের পাতায়।

অপরজন
সেপ্টেম্বর,২০১৯

Facebook Comments

Posted in: Editorial, September 2019

Tagged as:

1 thought on “সম্পাদকীয় Leave a comment

Leave a Reply