দীপ্তপ্রসাদ সিংহ-এর কবিতা
১.
যেন আঘাত তোমাকে যথেষ্ট তৎপর করতে পারেনি
ঘুড়ি
কেটে যাওয়ার পরে যতক্ষণ
তাকিয়ে থাকা যায়
এই সুদূর ক্ষতস্থান
অথচ দেখি আঘাতের মাছি
তৎপরতার সাথে হাত ঘষে নিল
২.
তোমার এই দৃষ্টি
হতাশার গান
দিয়ে তৈরি হতাশার পাখিরবাসা
আমি দেখছি
ডিম ফুটে বেরোনো গান
গানের আঙুল ভেঙে দিচ্ছে

পরিচিতি : জন্মসাল – ১৯৯৬। এখন- এল এল বি পাঠরত। প্রকাশীত কাব্যগ্রন্থ – ‘কৈফিয়ত নেই বলে’। কাউকে না বলে হঠাৎ নিরুদ্দেশ হয়ে যান দীপ্ত, ক’দিন পরে- ‘এই একটু হিমালয় গেছিলাম’।
Facebook Comments
Posted in: Poetry, September 2019