বিপ্লব চক্রবর্তী-এর কবিতা

আমি টিকটিকি গাছ ও পথ বিষয়ক

ছোটোবেলা থেকে বহু চেষ্টা করেও কোনোদিন মাছি মারা হয়ে ওঠেনি। জ্বালিয়ে দিয়েছি সঙ্ঘবদ্ধ মৌমাছিদের ঘরবাড়ি। খাদ্যের দাবিতে পিঁপড়েদের মিছিল। পিষে ফেলেছি পা দিয়ে। যেহেতু ছোটোবেলা থেকে বহু চেষ্টা করেও কোনোদিন মাছি মারা হয়ে ওঠেনি। কুকুর কখনোই পছন্দের ছিল না আমার। বিড়ালও খুব না। তোমায় ভালোবাসতে হবে বলে, বিড়ালের ইতিহাস শিখেছি। লিখেছি কুকুরদের ইতিহাস। বহু চেষ্টা করেও তাই কাকেদের ভালোবাসা হলো না।

জানি, টিকিটিকিদের উচ্ছেদ করা সাংঘাতিক একটা কিছু! টিকটিকিদের প্রভু মানি আমি এখন। সারারাত লোহার বাসর পাহারা দিই…

ডিম। শুধু টিকটিকির ডিম। স্বপ্ন দেখি— আমার দেশ একদিন টিকটিকি হয়ে যাবে!

তারপর, নিজের কাছে প্রত্যাখ্যাত হয়ে আমি গাছেদের কাছে ফিরে আসি।

গাছের শরীর ভালোবাসি।

গাছের কোটর জুড়ে
কি শুধুই টিকটিকির ডিম?

এবং পথ?

পথ কীভাবে পাখি হয় তুমি জানো?
পথের শরীর ভালোবাসো?

সবুজ যোনিপথ!

ডিম… শুধু গাছেদের ডিম!

গাছের কোটরে কেবল গাছেদের ডিম!

গাছের শরীর ভালোবাসি!

পথের শরীর ভালোবাসি!

মিলিত হই বারেবার!

গাছের শরীর ভালোবাসো।
পথের শরীর ভালোবাসো।

ডিম… শুধু গাছেদের ডিম!

ডিম… শুধু সবুজ পথেদের ডিম!


Profile_Pic_Biplab_Chakraborty

পরিচিতি: জন্ম – ১৩.০১.১৯৮৮। বসবাস করেন মালদাতে। কবিতা প্রয়াস – ২০১০ সাল থেকে লেখালেখি শুরু। কর্মরত রয়েছেন বালুরঘাটে।

Facebook Comments

Leave a Reply