অনুপম মণ্ডল-এর কবিতা

আলোকলতা

শান্ত জ্যোৎস্নার মধ্যে, কুয়োতলায় ঝিঁঝিঁ পোকা ডাকে—
নিথর উঠোন জুড়ে পাকুড়ের সঘন ছায়া।
কারো ভাবনার ভেতর, এলোমেলো ভাবনার ভেতর, এখন—
তার বাড়ি ফেরার রাস্তাটা, আরো ঝাপসা হয়ে আসছে।
ঐ রাত্রির শীর্ণ ডালপালা, ভিজে যাচ্ছে নক্ষত্রের আলোয়—আলোয়—

 

সন্ধ্যা

যেন সন্ধ্যা, নিভৃতে কুলায় ফিরিতেছে
পথে, পথের ধুলোর বুকে লুটাইতেছে, শঙ্খধ্বনি।
একে একে হলুদ শালপাতাগুলি—
ওগো দেবতা, তুমিও কি ফিরিতেছো, গৃহে—এই ক্ষণে—
ঝরা শেফালির ব্যাথা, দিনশেষে,
বিকেলের শেষ আলোর মতো ঝরিতেছে—


Profile_Pic_Anupam_Mandal

পরিচিতি : অনুপম মণ্ডলের জন্ম ৮ ডিসেম্বর, ১৯৮৮। বসবাস খুলনা। পেশায় প্রভাষক।
প্রকাশিত বই – ‘অহম ও অশ্রুমঞ্জরি’। প্রকাশিতব্য বই – ডাকিনীলোক, আলোকলতা, শঙ্খনিস্বন।

Facebook Comments

Leave a Reply