তপোন দাশ-এর কবিতা

অনুভাবনার কবিতা – ২৫

ছায়া পরগণায় পড়ি আলো

সভ্যতার থাক্‌ থাক্‌ রঙ গলাই

মাইনাস হাঁটছে মনে রেখো

নামাভারে কমে নদী

গড়িয়ে হাওয়া দেয় মা

শরীর ছেড়ে জামায় বসে বিশ্রাম

অনুভাবনার কবিতা – ২৬

স্নানতলার শব্দ ডাকে এপাশের জানলা

সমান যাওয়া ফিরে তাকায়

জলকাতর নিয়ে এক আলো ঘর

উষ্ণতা নড়ে বৃষ্টি গড়িয়ে

স্টেশন ধরে হিমাঙ্কের ভোর

অনুভাবনার কবিতা – ২৭

পাখি হেলে একডিগ্রি ভোর

কেনা আলো কিছু

আয়না দেখা মুখে পিয়ানো নামা

ঘর ছেড়ে বৃষ্টিজনিত খাদ্য খোলে আঙুল

কথা সারানোর কথা দিয়ে

জিন্সে নৌকা ধরে মাছ

Facebook Comments

Posted in: August 2019, Poetry

Tagged as: , ,

Leave a Reply