রথীন বণিক-এর কবিতা

এই মুহূর্তের সবচেয়ে বড় খবর

কতটা ধর্ষণ করলে
ভেঙেচুরে যেতে পারে আমাদের
ভবিষ্যতের রাজনীতি
উলু খাগড়ার মতো শুয়ে আছি
অপেক্ষার এক খাদিম কিনারায়
এই বোধহয় এজলাশ হব
তেলচিটে বুড়ো বাদামে
ওড়াবো জঙ্গল
একটু খই এর মতো
খুঁড়ে খুঁড়ে আমিও তো চুল্লি
পৃথিবীর বোবা পুরোহিতে
বহুকাল সংকেত নাড়িয়ে
হতে চাই এ রোগা
ভারতবর্ষের ব্রা
ঘন ঘন সামারে

রাত্রির কিনতে পর্যন্ত

ঘিরেছে প্রাণের দ্বিধে হয় হয় হওয়াটার
না খেলে
আবার নড়বে কালি নরমে
ধারাবাহিক
কবেকার কলপে
এতো বকেছে
পায়ের নীচে অগুনতি গোলকে
গোলাপিটা খুবই কম আসে
কোমোডে

নেতাজি জন্মালে আবার খুন হবে ভারতবর্ষ

তোমার অক্ষুন্ন চেটে খেতে খেতে
আমি তো পাগল
জীবজগৎ লাল
এই সব মাইটোকন্ড্রিয়াময়
মুন্ডুপাত হোক
পুড়ে যাওয়া ছানির পিঁড়িতে
নেতাজি মাত্রেই পিঁপড়ে
বারবার গিলে খায় রাজ্যের জহর
ক্ষুধার্ত ভূত্বকে
নিসুপ্তি আমাকে
নির্দ্বিধায় চুষে খাবে
আষাঢ়ের শেষদিকে
কলকাতার কালো কারে

Facebook Comments

Posted in: August 2019, Poetry

Tagged as: , ,

Leave a Reply