নূর আরিফ রাজ-এর কবিতা
টান
আমি চাই;
নিরুদ্ধ হোক নকল আলো –
নচেৎ ধর, কোন উষ্ণ পাহাড়ি রাতে,
দোল পূর্ণিমা ।
অমূর্ত! জানা নেই!
আমি চাই;
ঈষৎ বাতাস, উওর না হয় পশ্চিম
ঠাণ্ডা উদলা দেহে,
আগুন ছোঁয়ায় যেন –
মেহগনি।
আমি চাই;
শ্রাবণের স্বপ্ন-রাত
একপশলা বৃষ্টি,
কিংবা, মুখচাপা অন্ধকার স্নান।
ভেজা মাটির তীব্র প্রেম।
সলতের আবছা ধোঁয়ায় দোঁয়াত,
কবিতা লাল হয়ে ওঠে আলোয় –
হ্যারিকেনে!
কনফার্ম নয়
বহুদূর যাবে,
এ পথের শেষ নেই
এ ট্রেনলাইন ঘিরে পড়ে থাকে ক্লান্তি
গ্রীষ্মের দাবদাহ
তবুও মনে উষ্ণতা নেই।
ফিরে আসাটা ! কনফার্ম নয়।
পাহাড় কিংবা দুপুরের ঘুম
চাওয়া-পাওয়ায় ঘিরে থাকা,
অভ্যাস।।
এক চুমুতেই যদি বদলাতে বলি?
পারবে? না হয়তো।
বারবার এই ট্রেন লাইন চ্যুত হয়,
মেরামত হয়, বদলায় না।
ক্লান্তিতে জমা অ্যাসট্রে,
সুখ টানেও লিপ্ততা নেই, শান্তি নেই
বন্ধ হয়ে আসছে চোখ,
ধোঁয়ায়, লালে।
ফিরে আসাটা ! কনফার্ম নয়।
Posted in: August 2019, Poetry