জ্যোতির্ময় মুখার্জি-এর কবিতা

পর্দা

আস্ত একটা চাকার ভেতর শুয়ে আছি

চাকাটা গড়িয়ে যাচ্ছে

পর্দার ওপার থেকে ভেসে আসছে শব্দ

দর্শকরা এসে গেছে

পর্দা উঠবে এখনই

আর, কালো বলের মতো গড়াতে গড়াতে

আমি হঠাৎ হাততালি হয়ে যাব

খিদে

একটানা বুলবুলি পাখির

খিদে নিয়ে জেগে আছো যারা

তাদের খিদের রঙ নীল

তোমাদের শীষে, একটা করে সবুজ এঁকে দেব

তোমরা টিয়াপাখির কথা লিখো

লিখো তার লাল ঠোঁটের কথাও

তোমরা হলুদ ধানের কথা লিখো না

Facebook Comments

Leave a Reply