গৌরব চক্রবর্তী-এর কবিতা
শ্রীমান সনেট
১.
শ্রীচরণকমলেষু জীবিত অক্ষর
বহু গুণীজন যাকে প্রণয়িনী ভাবে
শব্দরা কুশলী হয় যাদের প্রস্তাবে
তাদের সাধনাতীত নেই অবসর
শ্রীচরণকমলেষু গূঢ় প্ররোচনা
শ্রুতকল্প দৃশ্যগুলি বাতাসে ছড়ায়
মুহূর্ত-বিম্বিত কীর্তি যাদের শিরায়
স্মৃতির জলজ তত্ত্ব কেউ জানল না
সুকুমার স্বরপৃষ্ঠে উদ্দিষ্ট পয়ারে
একত্রে তড়িৎ আর তরঙ্গ চলেছে
শ্রীচরণকমলেষু প্রতি শুক্রবারে
নেহাৎ বিস্মৃতি নিয়ে ফিরে চলে গেছে
এ সব স্পর্ধিত বাক্য আত্মসমাধানে
অশ্রুতে লুকিয়ে থাকে হাসির বয়ানে
২.
ক্ষত নয়, শ্রুতদর্শ প্রভা একরতি
অথচ অতল দহ দ্রবণে দ্রাবিড়
প্রগাঢ় পিঙ্গল ঘুম আনত নাভির
সম্মুখে সমাধি হয়, অদর্শনে ক্ষতি
দ্রুত কোনও স্থায়ী শব্দে জলজ শৃঙ্গার
সখীরা সমঝে চলে করে কানাকানি
কদম্বকানন ঘেঁষে যমুনাবিহার
বাঁশি শুনে চিত্তে হল যত হয়রানি
আড়ালে বিগতজন্ম থেকে আসা মেঘ
দৃষ্টি ছুড়ে তাক করে সলজ্জ সুষমা
শ্রীঠোঁট অধরে নেমে ছুঁয়েছে আবেগ
এ প্রেমে বিরতি নেই, নেই দাঁড়ি-কমা
সে আলো স্বভাবজাত অভাবের ঘরে
প্রতিটি জন্মের পর হাসিমুখে মরে
Posted in: August 2019, Poetry