শিবসাগর দেবনাথ-এর কবিতা

নীলচাষ


কেমন বিষাদ নেমে আসে তোমার নামে
অশ্লীল রচনায় ভরে ওঠে চরাচর
হাতে ঘাম। পিছলে যাওয়ার তাগিদ।
নিজেকে প্রবাসী অপরাধ মনে হয়।

বাগানের গায়ে ওঠাতে হয় আভরণ
উল্কির পায়ে পরানো যায় পঞ্চভূতের মাটি
ডাহুকের  ডিম ফুটে। গানে গানে দুলে ওঠে কলমি বন।

তবু, জীবনে সংস্কার আছে, আছে অহংকার।
একবার যে লাঙলে উঠেছে নীলচাষ
তাতে সহবাস স্থাণু নয়।

মাছ


ওম পেয়ে কোন পাথর ফেরে বেরিয়ে আসে স্রোত!
গোপন বাঙ্কার থেকে এক এক করে উঠে আসে
গ্রিক রাজকন্যের সারি

এইযে জলে পড়ে আছি,
আজ কাল পুরোটা শ্রাবণ

যেভাবে ছোট্ট শিশু পিঠে চায়
পাখির উড়ান, আমিও তেমনই মীন,
ভিতর ভিতর…

আমার পেটের গহীনে তোমার প্রাণের চুনি,
চোখে রাখো অটল নিশানা

Facebook Comments

Leave a Reply