পৌলমী গুহ-এর কবিতা
প্রেমিক পুরুষ যারা বান্ধবী গাছ চেনেনি
এক.
এই যে সরে যেতে বলো তুমি,
দূরে যেতে বলো।
কখনও বোঝো না কেন গোলাপের সঙ্গে,
কাঁটার দূরত্ব অনতিক্রম্য ?
দুই.
কখনও এমনও হবে, তোমার উত্তপ্ত বুকে,
ভেজা কিছু হাতের ছাপ
আজীবন তোমায় পোড়াবে; তুমি করুণতমা
বিকেল থেকে সিন্ধুরস পেয়ো।
তিন.
যে গল্প লেখার আগেই কলমের কালি শেষ,
তোমাকে অপেক্ষায় রেখে ছুটেছি বাজারে।
বুকের দরে কালি কিনে ঘরে ফিরে দেখছি,
তুমি নেই। খাতা আধখোলা পড়ে আছে।
অবহেলা ভরে…
চার.
ওহে গর্বিত পুরুষ!
হেলায় জয় করেছো ধরণী।
উষ্ণীষে বসিয়েছো ময়ূর পুচ্ছ।
শুধু, নারীকে জানোনি!
আজীবন
Facebook Comments
৩ নং সেরা