নীলাব্জ চক্রবর্তী-এর কবিতা

মেকিং অফ আ পোয়েম

আমি তো তোমার কথা
শরীরে
রেফারেন্সের ভেতর হেঁটে চলে
একটা কাঁচের দিন
স্মৃতি ঘষে চেঁচে
বাঁদিকে
অর্থাৎ একটা পোলিটিক্যাল দৃশ্য
মানে
ন্যারেটিভ ভাঙা
ভাঙা বাক্যগুলো হাইওয়ে বরাবর
বিব্রত
হর্ন ওকে প্লিজ
ওহ সমকাল
কোন কোন তীরচিহ্ন বিপরীতদিকে ঘুরে
কার একটা ছবি
কবিতার ভেতর অনুবাদ করছে…

চিহ্ন

জল পর্যন্ত
মাংসের ওই দরজা
চীৎকার করে উঠছে
চিহ্ন নামের তেকোনা একটা রাস্তা
হাসপাতালের কাঁচে এসে
কেমন ঘুমিয়ে
ছায়ার বোতামের ওপর
আলো-ফালো উলটে পড়েছে
দিনের লালচে দিকটায়
তখন ক্যামেরা বসতে চাইছে
অথচ
ভেসে উঠবে বলে
ভেঙে ফেলা শব্দের টুকরোগুলো
একটুও ছড়িয়ে-ছিটিয়ে
স্নায়ু পড়ল না…

Facebook Comments

Leave a Reply