প্রবীর রায়-এর কবিতা
উপমান উপমেয়
ঘরের ভিতরে আচমকা হাতের পাতার মত আলো
এসে চোখ দুটো ঢেকে দিল
কে সে জানতে চাইল
জানিনা জানিনা করে বলে দিলাম-উত্তাপ
খিলখিল হাসি শুনে চেয়ে দেখি রোদ্দুর
অনিশ্চিত
পরিচ্ছন্ন হবে বলে জমিয়ে রাখা জঞ্জাল
জমেই যাচ্ছে
এরপাশে কোনওরকম রান্নাঘর
টিকে আছে কিনা জানা নেই
টিকিয়ে রাখছে সাবধান মেপে মেপে
এইবেলা নয় অন্য বেলায় এসো
অন্য বেলারও যে অন্য বেলা আছে
Facebook Comments