দীপক দাস-এর কবিতা

কবিতা

রাত্রিকেন্দ্রিক কবিতারা সব অবাস্তব

অথচ ছিন্ন সময়,বুকে জমা রক্ত ক্লেদ

মুক্তি চায়

যেভাবে রাত্রির বুকে নি:স্তব্ধতা

কল্পনা

কল্পনা এতটাই শক্তিশালী

যে বেমিসাল পাথরের বুকে

তুমিই  থাকো!

অথচ সম্পর্কগুলো ধোলাই হতে হতে

শূন্যর কাছে এসে দাবী করে

সব স্মৃতিই সুখের নয়

Facebook Comments

Posted in: June 2019, poetry

Tagged as: , ,

Leave a Reply