সার্থক রায়চৌধুরী-এর কবিতা
সীমান্ত শিবির
আকাশে তখন সিঁদুরে মেঘের দল
স্থির হয়ে আছে ডোবা জাহাজের মতো,
সন্ধের মুখে দেওদার বনে আলো…
ফালাফালা রোদে আরো কিছু বিক্ষত,
দূরে হানাদার হাওয়ার স্পর্শ পেয়ে
দুলে দুলে ওঠে দীর্ণ ফুলের সারি..
ছোট বাঁশি হাতে বয়স বার কি তেরো
রাখাল বালিকা গান গেয়ে ফেরে বাড়ি,
তারও কিছু নীচে মুখোমুখি সৈন্যরা…
অপলক শুধু এ ওর মুখের দিকে
তাকিয়ে ভাবছে কার মৃত্যুর কথা
ছাপা হবে কাল এদেশের দৈনিকে
আরো বহুদূরে ব্যস্ত শহরময়
কথায় কথায় গড়িয়ে যাচ্ছে বেলা
মানুষ বলছে সবচেয়ে ভালো লাগে
প্রতিদিন এক যুদ্ধ যুদ্ধ খেলা….
Facebook Comments
Posted in: April 2019, Poetry
Simano sibir.. Ak shantir kobita.. Selam !