সব্যসাচী দেব-এর কবিতা

সীমানা



কাঁটাতার খুলে নিলে সীমান্ত কি মুছে যায় তবে?

নাকি সে থেকেই যায় মনের ভিতরে অগোচরে?

আকাশ কি সত্যি এক? একই হাওয়া দুই আঙিনায়?

নাকি ভাবি আমার ভাষায় কত বেশি মধু ঝরে!

আমার আকাশ নীল, আমার বাতাসে শান্তিমাখা

তোমার আকাশে মেঘ, তুমি মত্ত ক্লিন্ন কলরবে

মনে মনে অঙ্ক কষি তুমি কি আমার বন্ধু হও?

কতটা আলাদা তুমি, কী করে আমার মতো হবে?

আমার গায়ের রং শাদা কিংবা কিছুটা বাদামি

তুমি তো আবলুশ-কালো, ঈশ্বরেরও মিল নেই কোনো

কতটা তফাৎ দেখো, তুমি আছো কতখানে নীচে

তোমাকে সমান বলে মেনে নিতে পারব কখনো?

আমি যদি শ্রেষ্ঠতর, আমার আসন যদি উঁচু

আমার সীমানা তবে আরও আমি বাড়াতেই পারি

তুমিও পায়ের নীচে, মেনে নিয়ে আমার ঔদার্য

সাষ্টাঙ্গ প্রণাম রেখে বলে যাও সবই তো তোমারই

Facebook Comments

Posted in: April 2019, Poetry

Tagged as: , ,

1 thought on “সব্যসাচী দেব-এর কবিতা Leave a comment

Leave a Reply