পৌলমী গুহ-এর কবিতা

এভাবেই দূরে সরে যেতে হয়



যা কিছু হোক, কাছে থাকাথাকি।

প্রেম অপ্রেম যাহাই বলোনা কেন,

এভাবেই দূরে সরে যেতে হয়।

হাতজোড় করে নম্রপ্রতিম বিকেল,

ছিঁড়ে ছিঁড়ে ফেলো। রেখো না কিছুই।

কিছুই আর রেখো না। যা কিছু বলো,

প্রেম-অপ্রেম।

এভাবেই দূরে সরে যেতে হয়।



নিখিলগন্ধ



অবোধ বালক সকরুণ লাজে,

ঘাম রেখে ছুটে যায় ধু ধু।

পায়ের তলে পড়ে থাকে মায়ের গন্ধমাখা,

ভুলে যেতে চাওয়া বেদনা।

বালকেরা স্বভাবত চপল হয়।

আর মায়েরা ভাতগন্ধী।



রক্তাল্পতা



ওকি সই! তোর গালে কোন আঁচড়ের দাগ।

আহা!কেটে গেছে? ফেটে গেছে?

না না সই, কাঁদিসনে।

পুরুষ-নখর জানেনা,

রক্ত ঝরাতে ক্লান্ত বোধ করে শিকড়!

Facebook Comments

Posted in: April 2019, Poetry

Tagged as: , ,

Leave a Reply