অপূর্ব সাহা-এর কবিতা

দ্বিতীয় দফা

 (এক)


পাখির খোলাপিঠে ছিল আমাদের চৌঠা

একথা ভাবতে ভাবতে

একজন চৈত্র চলে যায়

হয়তো সন্দেহ বা যে কোনো গাজন

ফুড়ুৎ তুলছে একা একা

মামুলি করি না এই চলে যাওয়াদের

ভীষণ আয়নার মধ্যে নিম্ন আদালত

শুনানি আর উষ্ণতা

পালক থেকে এলোমেলো ফিরিয়ে দেয়



( দুই)


মুহুর্ত হারিয়ে বারবার ফিরে আসে ব্রাহ্ম

এমনই উত্তেজনা কাগজের যৌন

কোথাও মুখস্থ হচ্ছি

প্রিয় বাড়াচ্ছে অপেক্ষার আদর

বলতেই পারো ঠোঁট ক্লিক করলে

সম্পর্কের টূকাই ওড়ে

টোকা দিলে ঝরে যায় সুতরাং

ইদানীং কেমন ছোলাবাদাম হয়ে উঠছে

 ভিজিয়ে রাখা ভুল

যেখানে সেখানে তুমি পড়ছে তো পড়ছেই…

Facebook Comments

Posted in: April 2019, Poetry

Tagged as: , ,

2 thoughts on “অপূর্ব সাহা-এর কবিতা Leave a comment

  1. Apurbo sahar kabita notun digonter khoje .. Amio dekhchi taar bistaar !! Subhechcha !

  2. খুব অভিনভ প্রয়াস তোমার কবিতায় প্রথম থেকেই খুঁজে পাই। তোমার কবিতা যে নতুন দিগন্তের খোঁজে বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply