অনিমিখ পাত্র-এর কবিতা

সন্ধেয়, ভাগ্যাকাশে


সন্ধেয়, ভাগ্যাকাশে, আমি তারস্বরে আলেয়া ছোটাই

একটি ভাবনার সুতো খুলে গিয়ে পরিস্থিতি জটিল করেছে

অযথা লাগাম আসে, অশ্বারোহীর মতো ভাব এনে দেয়

অতঃপর ক্লান্ত হই, ঘন ঘন হাই তুলি আর মনে হয়

সেই কবে চিৎকার করেছি, তার প্রতিধ্বনির দিকে ছুটে ছুটে বেলা পড়ে এলো


আমারই মনের মধ্যে


আমারই মনের মধ্যে একবার আমি হয়ে ঢুকি

দেখি যা যা ঘ্রাণ গন্ধ বাগান উদ্যান আর নক্‌শা আলপনা

একেবারে সমস্তই চেনা চেনা নয়

ভয় হয়। অন্য কারো মন আমি বয়ে যাচ্ছি কিনা

আমারই মনের মধ্যে আরেকবার আমি হয়ে ঢুকি

দেখি যে জলের পাড় জল দিয়ে গড়া

দেখি যে হাওয়ার বুকে হাওয়া ছুটে যায়

দেখি যে সে পুষ্পফুল অবর্ণনীয়

আমার মনের আমি কে হই? কে হই?

ভাবতে ভাবতে বারংবার ছুঁচ হয়ে ঢুকি

কে না জানে, এক মাঘে যায় না সন্দেহ

Facebook Comments

Posted in: April 2019, Poetry

Tagged as: , ,

2 thoughts on “অনিমিখ পাত্র-এর কবিতা Leave a comment

  1. অসামান্য লেখা ।খাঁটগ একজন কবির সংবেদনশীল উচ্চারণ ।

  2. Aei samay er ak gurutyopurno kobi.. Taar lekha amake wridhho korlo arekbar !

Leave a Reply