তাপস কুমার দাস-এর কবিতা
স্কুল সার্ভিস কমিশন
ফুল ফোটার ছিলো।
অথচ একদলা রক্ত হয়ে
মেয়ো রোডে ঝরে গেছে স্তম্ভিত শিশুভ্রুণ –
অন্ধকার
ফুলগাছ। পরীক্ষায় পাশ দিয়েও তবু নুন
ও পান্তা আনার চাকরির দাবীতে পক্ষকাল দৃপ্ত রয়ে
অনশনে নেবেছিলো। রানী সোরেন ও আছে,
কান্তলাল
হেমব্রম, এক সাল তিন মাসের অঙ্কন সাথে।
দু-মাসের অন্তঃসত্বা মুষ্টিবদ্ধ ভাতের দাবীতে
ফুল ছিঁড়ে পড়ে গেলো শেষে, মা’ও আজ বাঁচে কী না-বাঁচে
এ শহর চুপ তাতে, কবি ও শিল্পীর দল
মত্ত পলাশের রঙে, বসন্ত এসে গেছে – মেয়ো রোডে রক্তের দাগে
কার কী’ বা আসে যায়।
কোনো অস্ত্র নেই হাতে, থুতুই সম্বল
আমার, আমারই স্বার্থপর মুখে দিবারাত্র ছেটাই নপুংসক মাধবিত্ত রাগে।
Facebook Comments
Posted in: March 2019, Poetry