দীপক দাস-এর কবিতা
অভিনেতা-১
বাবাকে দেখছি ভিড়ের মধ্যে কেমন
একা হয়ে পড়ছেন
আমি সিনেমা
দেখছি, সেক্স করছি
মাঝে মধ্যে আউটিংও
ডিরেক্টর সাহেব সব বুঝেও
বেমালুম ভুলেই গেছেন—-
টুপি নামিয়ে হাঁটতেই আমি বেশি পছন্দ
করি
অভিনেতা-২
সবকিছু বুঝেও যখন কিছু পারছি না
ডিরেক্টর
সাহেব বললেন—-
হাঁটুন আরো একটু হাঁটুন
আর বুকভর্তি শ্বাস নিয়ে
সিগারেট হয়ে উঠুন…..
অভিনেতা-৩
ছেঁড়া চটি জোড়া নিয়ে বাবা হাঁটছেন
আর আমি
দেখছি —-
বেশুমার কালো পিচগলা রাস্তা, কেমন শ্মশান হয়ে উঠছে
অথচ ডিরেক্টর সাহেব তখনো
রোদ্দুর বিষয়ক শেষ কবিতাটি নিয়ে
বেওকুফ শহরের দিকে ফিরে যাচ্ছে…..
অভিনেতা -৪
চেম্বারে গেলেই ডাক্তার সাহেব
ভীষণ অবাক হন
আমার আকুতি মিনতি…..
প্রেসকিপশন,খসখস
শব্দে
লিখে যান—–
এক ধূসর বৃষ্টি বিকেল
আর অপেক্ষার সাদা ট্রাম
Related posts:
Posted in: March 2019, Poetry