অগ্নি বসু-এর কবিতা

দুটি ঘুমের মধ্যিখানে 

১.

কথা তো নেই

দুলছে দুজন  মেঘথইথই জলে,

নৌকো এল বলে …

২.

দিগন্তে রয়েছ এক কোনে,

মন জানে, দেখা হয় মনে

৩.

আমি তো চাহিনি তোমাকে,

এ অলীক মোহ ঘিরে রাখে,

মুছে দেবে, এ কুহক রাত

ও পরম, ওগো প্রণিপাত

৪.

তুমি এসে দোর খুলে দাও নিজে,

তুমিই এলে, ভাবতে পারিনি যে!

৫.

পথ এসে লুটিয়েছে পায়,

‘আমাকে এভাবে ফেলে যায়!’

৬.

ওগো বিষাদ, রইলে পড়ে দোরে,

সারা জীবন, সারা জীবন ধরে

৭.

দিনান্তে, মেঘের শ্রাবণে,

‘ভালোবাসি’, লেখা মনে মনে,

এইটুকু, এটুকুই পাওয়া,

একা আসা, একা ফিরে যাওয়া …

৮.

দুটি ঘুমের মধ্যিখানে

একটু জেগে থাকা,

এ পথ-চলা একা..

৯.

দিনান্ত-আকাশে লেখা গান,

এ আলোক, এ তো দেবযান

Facebook Comments

Posted in: Cover Story, March 2019

Tagged as: , ,

Leave a Reply