শুভজিৎ গাঙ্গুলি-এর কবিতা

রঙ্গনফুলের গল্প


উল্লাস জেগে আছে প্রাংশু
বীতরাগ চামড়ার ফোস্কা
তীব্র এত অনটে

হেলে গেছে নিলামের ডাম্বেল,
হস্তলিপি কবেকার ..

প্রকরণ এত বাক্যের পুষ্প!
আর কাকুতির কত রঙ্গন …

সম্ভ্রম সেঁক নিতে নিতে

ক১


মালতি লতা দোলে বলে। দোলনা কিনিনি
কখন’ও .. যদি ফানুস উড়ে যেত..

..তবে ফাজিল বোনে যেতাম।
ফড়িং ওড়া আকাশে। যত বেশি মাখামাখি হতো।

তত থাকাথাকি হতো না। থাক্-থাক্ সেঁটে যেতো ..

ক২


যতদূর ভাবা যায় চিল ওড়া, ততদূর দূর নয়।

দূর নয় মায়াবী পালকি’র পথ। যত দূর মনে হয় মুখচোরা,

মুখোমুখি তত দেখি মাঠ বাড়ি। দূর যেন তত দূর নয় যত দূর সুদূর …

Facebook Comments

Leave a Reply