কিশোর ঘোষ-এর কবিতা

অফিস ট্যুর

ভবিষ্যৎ দেখে এলাম এবার, বাই কারে

এক রাত শান্তিনিকেতন ছুঁয়েই ছুট

এখানের পাহাড়ে হেলানো পাহাড়ের ভার

দেখি শেয়ারবাজার—   

সবুজ গাছে গাছে সেভিংস অ্যাকাউন্ট যত

নতুব জব অফারের মতো পাখির ডাক

সব ঠিকঠাক…

ঘাস-মাটি-পাথরে ছড়ানো ইংলিশ-মিডিয়াম-ফিজ

                        মায়ের ওষুধের বিল, ব্র্যান্ডেড ব্রা

আহা, পাহাড় চুঁইয়ে যখন সূর্যাস্ত হল

পকেটে হাত দিয়ে দেখি, মন সেরে গ্যাছে আমার!

একজন লাইটার

আমি, রোদ, রাস্তা

      একজন লাইটার, তামাক পাতার বন

আর সে, টিপ পরা, সন্ধে…

আদরে তো ক্লান্ত নই

চড়াই বেয়ে আরও খুঁজব

আমি কমলালেবুর চাষ করব, আমাকে

চাষ করবে কমলালেবু

খাদে পা ঝুলিয়ে

            অনন্ত, পৃথিবীর খোসা ছাড়াব…

কবিতা লেখার জন্য যা যা লাগে

আমি, রোদ, রাস্তা

         একজন লাইটার

                তামাক পাতার বন…

Facebook Comments

Leave a Reply