বেবি সাউ-এর কবিতা

রাজপুত্র

ছেলেটি আসলে রূপকথা। ডাহুক দেখানো ছলে, ঠিক অবতল, আঁশটে গন্ধের কাছে রোজ দেখা হয়। 

সেও বলে প্রীতিপূর্ণ। অধিক শব্দের ভারে নেচে যাওয়া ময়ূরীর দল নিকট জঙ্গলে কীভাবে…আধখাওয়া চাঁদ নিয়ে কথা বলে তারা।  সামান্য কফির রঙে বিড়ালের নখ খুঁজে দেখে… এর আগে জেনে গেছে কারা…

হয়ত ছেলেটি রূপকথা… তাকে ছোঁয়া যায় নিশুতি গভীরে

রূপকথা

মাটির জাতক ভেবে, লৌহ কারবারি দল 

ছুঁয়েও দেখেনি তাকে 

বিপথ গমন কালে, লাল পিঁপড়ের ক্ষুধা সঙ্গত কারণবশে বহুবার দেখা গেছে কচুরিপানার ঘাটে… 

 মস আর শ্যাওলায় ভেজা সেই গাছের শরীর, 

ফলত অমূল্য ভেবে তুলে নিয়ে গেছে সেই আরবপ্রদেশে… 

ওপাশে অপেক্ষা থাবা। ধীরপায়ে এসে বলে-

 শেখো, শিখে নাও তবে নবীন দুঃখের কথা আজ

কথার আর্দ্রতা বাড়ে

মাটির জাতক সেও গলে গলে পড়ে যায়

লৌহপুরুষের চোখে

কৃষ্ণ

এসব ঝড়ের কথা, সামান্য রোদের টানে

কোথায় হারায়…

তারপর,  ফুল খোঁজে। ফল খোঁজে। খুঁজে রাখে বিশল্যকরণী…

 জ্বরের শরীরে ঘোরে। জল চায় মূঢ় অভিযোগ 

তরুণ পাখিটি জানে ডানার সঙ্কেত বড় অভিমানপ্রিয় 

সরীসৃপ নদী যেন; দু’কুল সবুজ 

এখানে ঝড়ের কথা সতর্কসংকেত 

এখানে ঝড়ের কথা 

 অভিমানী খুব

Facebook Comments

Posted in: February 2019, Poetry

Tagged as: , ,

Leave a Reply