উৎস রায় চৌধুরী-এর কবিতা
লিগামেন্ট
তড়িৎ প্রবাহের স্তুতি নিয়ে হাঁটছি
নমুনায় অধুনা হচ্ছে শোক
জ্বাজল্যবেলায় ভোর উঠছে
আমাদের ভাসা না ভাসার কারণহীন
কিছু কিংশিপ অবেলায় তাকিয়ে থাকছে
সরম্য বন্দর কবেকার একচোখা রাত
নিয়ে দিয়ে গভীর প্রজন্মের
বাতুল ও বাল্যে বয়ে যায়
তুমি কি অধরাকান্ত, আমি জানি না
তবে নিবিড় রেক্ট্যাংগুলারে
আমরা অবদমন করেছি শমন
অধিকারান্তে
শেষ বা প্রযন্তের ঢেউ
ওপর ওপর চলে যায়
অবুঝ সকালের নিবাস খুলে
অন্তাক্ষরী পড়ে থাকে জীবনের
কেউ টের পাই না
অথবা পাইকি, কতটা?
এই সংশয়ের ভেতর বেঁচে থাকা—
খুব একটি অনন্ত ঝুঁকে আছে
পাথরের কারুশিল্প লেপে দরজা
সবাই ঢুকতে চাই কিন্তু অন্ধ সুরংগ
কপচে দেখছে মুখ, মুখের কালার
কতটা ফলপ্রসু হয়েছি শেষ দাবিদারে
Facebook Comments
Posted in: January 2019, Poetry