তপোন দাশ-এর কবিতা
অনুভাবনার কবিতা – ১৬
নদীর গড়ন কড়ি নৌকা ভোর
দ্রবণে অনেকটা বৃষ্টি
সিঁড়িকে সিঁড়ি ঘুমিয়ে পড়ে
হাতের আলো অনুবাদ
রবিবার দেয় ঝাঁকুনি ফসল নেশা
আবাদ নীল পাতার মেহফিলে
অনুভাবনার কবিতা – ১৭
কথা দি ফোটা ভোর মেঘে
যাওয়া শরীরে ঢালু আসা
কাচের আরম্ভ এক
ধোঁয়া খায় রেঁধে লেখা বৃষ্টি
নড়ে নিজের দাঁড়িয়ে থাকা বিম্ব
স্কুলরাখা তাকিয়ে পট্টির শহর
অনুভাবনার কবিতা – ১৮
আঙুলে হাতের বৃষ্টি খুলে
আলো বুনে দি
বারান্দা শিতের গাছ ভরছে
অন্ধ শ্রাবণটি ফোটে
দোলে নীল গন্ধ নেভার গজল
Facebook Comments
Related posts:
Posted in: January 2019, Poetry