সুবীর সরকার-এর কবিতা
আখ্যান
এই জলপথে কেউ আসে না আর
সাঁতারু হাঁসের পাশে টুল পেতে
বসি
কুয়াশায় ঢেকে যাওয়া পালংখেত
জনপদের গল্প অথচ শিশিরের শব্দ থাকবে
না!
সাপের ফণার মুখে কত রাত দাঁড়িয়ে
থাকি
পালকি থেকে আয়না নামছে
লুডো খেলতে খেলতে হাই তোলে
বোটম্যান
প্রম ও বিরহের আখ্যান
হাওয়াকে পাশ কাটিয়ে দৌড়ে যায়
বেড়াল
মা
একজন মানুষ চলে গেলেও তার হাসিগুলি পড়ে
থাকে
আজও স্লিপিং পিল খেতে হয় আমাকে
আঁকতে হয় একটা ভেসে যাওয়া শহরের
ছবি
মা ও মামাবাড়ি সমার্থক
যাওয়া হয়ে ওঠে না আর মামাবাড়ি
‘হেমন্তের রোদে ভেজে মায়ের বেড়াল’
জীবন থেকে ডিলিট করি ২৫ শে
অক্টোবর
মা নয়,বরফ শুয়ে আছে
Facebook Comments
Posted in: January 2019, Poetry