সোমনাথ ঘোষাল-এর কবিতা
গলি
গলির রাত কার সঙ্গে যেন
গল্প করে, তাকে হয়তোবা চিনি
কেমন দেখতে হতে পারে
তুমি জানো…
আমাদের সেই সময় একটা রাত ছিল
সেও রোজ গলি দিয়ে যেত
এক হ্যাঙারে চাঁদ আর এক হাতে
একটা পোষা ছেলে
আলো কুড়োত
এখন আর তেমন রাত দেখি না
যাকে ঠিক তোমার মতন দেখতে
অথচ রাত হতে পারতো
কোজাগরী
আমি চাঁদের আলোতে নামতে
গিয়ে কাদের কাছে আকার ফেলে
এলাম, সেই নদী মায়ের কাছে
জানি ওটাও নামতে শিখে যাবে
রাতের পোশাক পরে
একটা চেনা সুপ্রভাত
মা তেমনি কোজাগরীর আলোতে
স্নান সেরে আহির গান বেঁধে নেবে
Facebook Comments
Posted in: January 2019, Poetry
খুব ভাল। আরেকটু সংহত হলে আরো সুখময়।