সরস্বতী বিদ্যেবতী-এর কবিতা

প্রেম

প্রতিটি নিজস্বতা

স্তূপীকৃত হয় বালিয়াড়ির প্রাসাদে।

বালুচরে জেগে থাকে

অভিমানী ঘাসের টুকরোরা

ভেজা রক্তেরা স্নায়ুপথে ক্লান্ত হয়

ঢেউয়ের জলোচ্ছ্বাস ভাসায় আবেগ

ক্লান্তির ঘাসে পড়ে থাকে উষ্ণতা

মোহনায় মিলিত হয় নির্মীয়মাণ নদী

জাহাজের মাস্তুল থেকে চুঁইয়ে পড়া হৃদয়

ভাঙ্গাগড়ার মত্ততায় ভুলে যায় অহংবোধ

বেড়ে ওঠা সাধ লুকোচুরির ভঙ্গিমায়

মেঝেতে ছড়িয়ে দেয় টুকরো স্ফটিক 

Facebook Comments

Leave a Reply