প্রবীর রায়-এর কবিতা
ধারাবাহিক
ব্যালকনিটা বিশিষ্ট হতে চেয়েছিল
যারা এসে দাঁড়িয়েছে তার কাছে
প্রত্যেকের ভাবনা ছিল একই রকম
একদিন রেলিং ঘেষে রাখা টবটিতে লালফুল ফুটল
সবাই নিজেকে বিশেষ ভাবতে শুরু করল
ব্যালকনির কোনো উপায় ছিলনা
পাপড়ি ঝরে পড়ার অপেক্ষা ছাড়া
চিহ্ন
ক্লাসরুমে অমল নামের কোনো ছেলে নেই এখন
গুলি খেলার গড়ানে পিল জানেনা কিশোর
অমলার মত বয়েস শুরুতে শাড়ী পড়ছেনা মেয়ে
Facebook Comments
Related posts:
Posted in: January 2019, Poetry