পীযূষকান্তি বিশ্বাস-এর কবিতা
ম্যাপ রিড্যুউস
৩.
রান্নাঘরে ফোড়ন মাথায়
মাথায় এই মুহূর্তে পাঁচফোড়নের গন্ধ
দুপুরের মেনু থেকে সাদা ভাতের সঙ্গে
বাদ গেলো হলুদবাটার সঙ্গে ধানি শোলের টক
বাদ গেলো শ্রীহরি মান্নার সঙ্গে বিনয় সংযোগ
রিড্যুউস হয়ে যায় ক্রমাগত বাংলা
গর্দান অব্দি ম্যাপিং হচ্ছে গন্ধচিত্র
এই এতদূর দিল্লির কোন এক বাঙালি কলোনি
মহাবীর এনক্লেভের কোন এক রন্ধনশালায়
কচুর লতির গন্ধে মম করছে উপমহাদেশ
আধভাজা রসুনের সঙ্গে এই পরাভয়
কবিতার দ্যোতনার সঙ্গে কখন কি জানি ম্যাপ হয়ে যায়
৪.
এখন বিপরীতে সাদা রেখেছি যখন
পরপর ঘটে আসা ক্রিয়া নিয়ে কাল হলো বেশ
সিরিজের পর সিরিজ
হাই-টেনশন তারে বসে থাকা পাখিদের নিয়ে ছবি আঁকি
নীল, আসমানি, হলুদ, কমলা
ঠোক্করের পর ঠোক্কর
পাখিদের ঠোট
রিড্যুউস করে ফেলে ঘুম ভাঙানিয়া গান
এই বিরতিতে রেখেছি একলা কমলা
আর আচমকা বিদ্যুৎ-গতিতে ছলকে ওঠা নীল
হিসাবের ওপারে হিসাব নিয়ে
রিড্যুউস হয়ে যাওয়া শূন্য
ওঠা নামা করা পাতার অংক
অংকের পাতা
অগুনতি প্রতিলিপিসমূহ
ছিঁড়ে যাওয়া খাতা থেকে ঝেড়েবেছে ফেলে দিই
কাটাছেঁড়া নির্লিপ্ত পঙক্তি
দেখি আসন্ন বিকেলের ম্যাপ
নিজস্ব দর্পণে ঘুরে ফিরে আসা গোধুলিলগন
যে তিমির সেই তিমির
আকাশের দূর নিয়ে
দূর থেকে বাদ হয়ে যায়
একলা বেগুনী
৫.
ব্যালকনিতে ফুল ফুটেছে
ফুল ফুটেছে বনসাই সবুজের মাঝে
ঘরের যুবতী বৌ ঝাঁঝরি হাতে গাছে জল দেয়
আর গাছ ভাবে
তার ফেলে আসা যৌবনের কথা
শৈশবের ফেলে আসা গ্রাম বাংলার
চন্দ্রমল্লিকার চমকিত চোখে নেচে উঠেছে ফুলবাগান
ঘর আলো করা বঙ্গবধু আজ শাশুড়ির নরম আদরে
গদগদ কণ্ঠে গেয়ে ওঠে রাগ ভৈরবী
এখন তুলসীর কর্ণকুহরে
কাঁটা দিয়ে উঠছে পড়শির বেহিসাব ডোর বেল
বিকেলের অনুগ্র আলোয় লালনের আরশীনগর
সুডৌল ডালিয়া কখন ম্যাপিং হয়ে গেছে
সূর্যমুখীর ঠোঁটে বিসমিল্লার বিষাদ, এই দেখো
ভ্রমরের একটানা কান্না
মধু নিয়ে আগ্রহী খরিদ্দারগণ এতক্ষণে বাদ পড়ে গেছে
সবুজের গান মাঝে বিরুৎ ভাবে আজ উল্লসিত
ঝাউবনে ঝরে পড়ে ভীমসেন যোশী
সূর্য উঠেছে আজ আশাবরী রাগে
কৃষ্ণকলির কোমল অঙ্গে কি শোভা কি মায়া গো
বটের মূলের সাথে বাদ হয়ে গেলো সে ভ্রমরের গুঞ্জন
লাল গাঁদার ফুলের আগুন পাপড়িতে
পৌষের বিকেলের আলো কিভাবে রিড্যুউস হয়ে গেলো
Posted in: January 2019, Poetry
অসাধারণ লিখেছ। ভীষণ ভীষণ ভীষণ ভালো।