নীলাব্জ চক্রবর্তী-এর কবিতা

অবস্থান

এইতো নরম দুটো ক্যামেরা

বারবার

ফ্রি হচ্ছে

ফ্রিজ হচ্ছে

লেন্স দুলে ওঠার ডিপ কথায়

ভ্রম যে অবশ অর্থে

পারস্পরিক অবস্থান নম্বর ৬৯

এক রাজনৈতিক মানচিত্র নির্মাণ করতে থাকে

বেঁকেচুরে

ক্রস-চেক

ভাষাগত সেসব জটিলতা আর রিদম ছিঁড়ে তখন

সময় এক পড়ে-যাচ্ছে-যাচ্ছে কাঁচ

বিদ্ধ হওয়ার উপমা থেকে ঠিক ততটাই দূরে

এক ঋতু

রঙকে ব্যবহার বলছে আবার…

গাছ

জলের ছায়ায় কেউ

মিঠাপাতা

বাদামী সরগম

দুই দাগ তিন দাগ

গতি

ফাঁকা ফাঁকা কবিতার ভেতর

দেহের ভেতর

সন্দেহের ভেতর

কেউ

একজন এক্স-এর সাপেক্ষে

একজন ওয়াই-এর যে অধিবৃত্তীয় অবস্থান

দ্বি-ঘাতে

এই আমাদের টং-কা-ফুল

এই আমাদের ধাতুবিদ্যার গাছ…

Facebook Comments

Leave a Reply