নীলাদ্রি দেব-এর কবিতা
হেমন্ত ও এক টুকরো মেঘ
হেমন্তের দুপুর ও বিকেলের মাঝে এক
টুকরো মেঘের ব্যবধান
যে মেঘ ডিঙিয়ে যাচ্ছে তরুণ কবি ও রেসমাঠ
থেকে পালিয়ে আসা অনার্য ঘোড়া
ফিনিশিং পয়েন্ট পেরিয়ে
নীরবতা
সমস্ত শূন্য দূরত্বকে সহজ অথচ ঘন যাতায়াত
দিয়ে বেঁধে ফেললেও আঙুল ছুঁয়ে পালিয়ে
গেল ঐ এক টুকরো মেঘ
অক্ষর অথবা পদ্মপুকুরের কবিতা
পদ্মপুকুরের নীচে একটা পদ্মপুকুর আছে
সাপ, ভ্রমর না
থিতিয়ে পড়া কাদা, সরু ডাল
ও না-দেখা কুয়াশার ভিড় ওখানে
সূর্যের আলোয় মুখ ভেসে ওঠে পদ্মের
এমনকি পোকারও
কিন্তু এসব আলো, অন্ধকারের পেছনে
কোনো না কোনো বর্ণপরিচয় থাকে
অক্ষর! অক্ষরের কাটাকুটিতে
আস্ত একটা সময় থিতিয়ে যাচ্ছে
Facebook Comments
Posted in: January 2019, Poetry