মন্দাক্রান্তা সেন-এর কবিতা
চূড়ান্ত জয়
‘ সত্যি বললে টেনে ছিঁড়ে নেব জিভটা
মানতেই হবে আমাদের যত মিথ্যা’ – – –
আমাদের দেশে শাসন চলছে এমনই
রক্তচোষারা আমাদের শিরা-ধমনী
চুষে আমাদের বানিয়ে ফেলেছে ছিবড়ে
তবু কথা বলে আমাদের ছেঁড়া জিভ রে
প্রতিটি শব্দে চুঁয়ে চুঁয়ে পড়ে রক্ত
প্রতিবাদ আজ রাখছি না অব্যক্ত
কাঁদছে মানুষ তবু হাসিও তো পাচ্ছে
আমাদের নাকি দিন এসে গেছে আচ্ছে!
দেশের মানুষ মরছে জীবনে জীবিকায়
এই দিনকাল এবার বদলে দিবি আয়
আজকে স্পষ্ট সকল সত্যি মিথ্যে
প্রস্তুত আছি শেষ যুদ্ধটা জিততে
সময় এসেছে চূড়ান্ত জয় জিততে
Facebook Comments
Posted in: January 2019, Poetry