মানিক সাহা-এর কবিতা

পা রাখছ গোধূলির গায়

আমার বিবর্ণ যা তা দিয়েই ভিজিয়ে নিচ্ছ মেঘ

বিকেলের পিঠে হেলান দিয়ে

পা রাখছ গোধূলির গা’য়

মুছে নিচ্ছ পাপচিহ্নগুলি।

এভাবে পবিত্র হলে হোমকুণ্ডে বিশ্বাস থাকে না

পলাতক প্রেমিকের মতো

আগুনের শিখাগুলি জ্বলে নেভে আর

নিদ্রিত পাখিঘর অজানা বিপদে কেঁপে ওঠে।

এখানে নৌকো নেই

পারাপার নেই

লাবণ্য ছড়িয়ে রাখা প্রজাপতি ও ফুলের মিলন নেই

এখানে বোমের সাথে রাত যূথচারী

অপরাধ নির্মম ও নিবিষ্ট চিত্তে ছিঁড়ে দিচ্ছে ডানা

ভেঙে দিচ্ছে নীড়….

তুমি পা রাখছ গোধূলির গায়

গুছিয়ে নিচ্ছ নিজস্ব স্বার্থ যেটুকু

ভুলে যাচ্ছ প্রেমিকের কথা

ভুলে যাচ্ছ

                   প্রতিটি মানুষ শুধু ভালবাসা চায়।

ছায়ারা আসলে প্রতারক

বিগত নদীর স্রোতে কৃশ হয়ে পড়ে থাকে ছায়া

উঁচু মূর্তির নিচে যেটুকু রোদের রেশ

যেটুকু দৃশ্যপট

মালিকের আজ্ঞাবহ ভৃত্যের মতো

তারা মাথা নিচু করে থাকে…

ছায়ারা আসলে প্রতারক

একে অপরের গায়ে মিশে থাকে

দানা ছড়িয়ে দেওয়া চাতালের উপর

পায়রার মতো উড়ে আসে, উড়ে চলে যায়।

যারা বলে কবিরা স্বপ্নে বেঁচে থাকে

তাদের পালক ছিঁড়ে

পতাকা বানিয়ে নিই

যে জালে চাঁদের আলো এসে পড়ে

তাকে আর হিংস্র মনে হয়না

সে জালে মাছের মৃত্যু মনোমুগ্ধকর

আমার পালকগুলো সাদাকালো

তাতে চোখ এঁকে দিতে যে এসেছিল

তাকে আমি ফিরিয়ে দিয়েছি

এই হত্যার দেশে এইসব বিলাসিতা

পাপাচার ছাড়া কিছু নয়।

Facebook Comments

Posted in: January 2019, Poetry

Tagged as: , ,

Leave a Reply