জ্যোতির্ময় মুখার্জি-এর কবিতা
বিনিময় শ্লেষ
দ্যাখো, ভিতর ভিতর চওড়া হলে
সমস্ত প্রজাপতিই বৃষ্টি ধুয়ে যায়
আমি আনন্দ লিখলাম
আর তুমি পোষা সূর্য থেকে জিতে নিলে
বিনিময় শ্লেষ
উল্টানো ধাঁধার মতো
তোমার সাথে একদিন ঠিক
দ্যাখা হবে
উল্টানো ধাঁধার মতো
যে শরীর ঘাসের কাছে
জানলা ছড়িয়ে ছড়িয়ে বাড়িয়ে নিচ্ছিল দূরত্ব
আর আমাকে অভ্যাস ভেবে
পেরিয়ে যাচ্ছো ভুল
Facebook Comments
Posted in: January 2019, Poetry