ইন্দ্রনীল ঘোষ-এর কবিতা

রিক্সা

জলীয় নিঃশ্বাস টানা রিক্সায়
                  সওয়ারী চিহ্ন খুঁটে তোলো
আঙুলে লেগে থাক গাছের ভিতর পাওয়া আঠা —
ডাকঘরের ঘুলঘুলিতে একা
                  দিকতেষ্টারা…

ইষদুষ্ণ হাতের লেখা ছড়িয়ে
                  পৃথিবী অঘ্রাণ হয়
                  জমা হয় পাখি ও চাষের বুদবুদ
সমস্ত ঠিকানায়
কার শ্বাস টানা রিক্সা গিয়ে থামে —
ফুসফুস ঘনিয়ে আসে
তারও আছে আত্মহত্যার কেউ…



সিনেমা

শেষ দৃশ্যে
ফুসফুসের ভাঁজ দিয়ে ছুটে যাচ্ছে বাচ্চাটা…
ফ্রিজ শট হওয়ার আগে
মহিয়ান ক’রে তুলছে
এই পথ, দেখা
বহুতল জরায়ুর পাশে পাখি-পাখি ভাঙতে থাকা বিকেল
তার আইসক্রিম-গাড়ি, ঘণ্টি
মিঠে বরফের গায়ে চিরন্তন জলের আকিঁবুকি

এক ফোঁটা ধূ-ধূ অবকাশ —
নিঃশ্বাসের দিকগুলো লেগে আছে আবহাওয়ায়…

Facebook Comments

Posted in: January 2019, Poetry

Tagged as: , ,

1 thought on “ইন্দ্রনীল ঘোষ-এর কবিতা Leave a comment

  1. চলুক লড়াই আন্দোলন ভাষা

Leave a Reply