হাসনাত শোয়েব-এর কবিতা
১
তোমার জন্য রয়েছে ফ্রয়েডের সোনালি ডানা। তুমি উড়িবে আর উড়িবে। সাদা জামা জুড়ে রয়ে যাবে চির বসন্তের দাগ। এমন সিনেমার পাশে বসেই একদিন জাল বুনবে দানিয়েল। তার গুলতিতে লেখা থাকবে দার্শনিক নারীদের যৌনতা। মন খারাপ করো না, ট্র্যাজেডির দৃশ্য শেষ হলে আনাতোলিয়া ঘরে ফিরে আসবে। তার কোলে থাকবে ফুটফুটে সাতটি ডুমুর। সে তাহার নাভীমূলে সবুজ ডুমুর রাখিয়া বলিবে, এইখানে ফুটিবে সাতটি রজঃস্বলা ফুল। যে ফুলের লোভে পিতামহের বুকে ছুরি বসিয়েছিলো দানিয়েল ও তার বংশধরেরা।
২
অভিনয়ের মাঝে ঈর্ষার মাছি। উড়তে উড়তে সে শিখে নিচ্ছে উড়ার কৌশল। যেভাবে সে পাখনা নাড়ায়, নড়ে উঠে পানি ও প্রপাত। আঙুলের নিচে ভেসে যাচ্ছো তুমি মীন রাশিসহ। হলুদ ব্রেসিয়ার জুড়ে কেবল উড়ন্ত মাছি। ঈর্ষার মাছি! আমাকে বিদ্ধ করে তার কৌশল। পাতার নিচে ধীর লয়ে বয়ে যাওয়া প্রপাত। যার ঘুম নড়ে যাচ্ছে, সে মিশে যাচ্ছে লেজের সাথে।
Posted in: January 2019, Poetry