অরূপরতন ঘোষ-এর কবিতা
প্রজাতান্ত্রিক কবিতা. ১৩. প্রকল্প
পুনর্বার নম্রতা শিখি জলজ উদ্ভিদের কাছ থেকে
যাদের দূরত্বে রেখে তুমি একবার, দুইবার
আশেপাশে যাও আর ফিরে আসো
চমৎকার ডুবোজাহাজের মত
শীতের দুপুরে..
খুলে দাও কলমীলতার গিঁট, রোদে রাখো
আগামী কয়েকমাসে শুকিয়ে উঠবে তারা
হবে বিবর্ণ, কথাহীন
দাশগুপ্ত বাড়ির মেজো মেয়েটির মত
ততদিন স্বাক্ষরতা নিয়ে ভাবা ভালো
এমনকি পৌরসভার চেহারা আগামীতে
কী হতে চলেছে, এবাবদও দু’একটি
ছোটোখাটো মিটিং করে নেওয়া যেতে পারে ইত্যবসরে!
Facebook Comments
Posted in: January 2019, Poetry
অরূপের কবিতা ভিতর থেকে ঝাঁকিয়ে দিয়ে যায় …এখনো